হোম ডেলিভারি পলিসিঃ
আমাদের নিজস্ব কোন ডেলিভারি সার্ভিস নেই, তবে এই প্রক্রিয়া চলমান। আমরা তৃতীয় পক্ষ কুরিয়ার সার্ভিস কোম্পানীর সেবা গ্রহন করে থাকি। উক্ত কোম্পানীর দ্বারা আমরা বাংলাদেশের যেকোন স্থানে পণ্য হোম ডেলিভারি করে থাকি।
নিন্মে কুরিয়ার সার্ভিসের কিছু পলিসি উল্ল্যেখ করা হলো।
আপনি যে কুরিয়ার সার্ভিসের দ্বারা পন্য গ্রহন করতে চাইবেন, আমরা সেই কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌছানোর ব্যবস্থা করবো।
সুন্দরবন পরিবহনে কাঁচের জারের পণ্য সমূহ বুক করা যাবেনা
কুরিয়ারে পণ্য বুকিং এর পর পৌঁছাতে ২-৩ দিন সময় লাগতে পারে
কুরিয়ারের মাধ্যমে পচনশীল পণ্য পাঠানো যাবেনা