Layyan Food কি?
Layyan Food একটি ই-কমার্স প্লাটফর্ম যা আপনাকে দিবে নিশ্চিন্তে কেনাকাটার সুবিধা। আপনার দুয়ারে গুনগত মানসম্পন্নও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে Layyan Food সদা বদ্ধপরিকর যা আপনাকে এনে দিবে মানসিক প্রশান্তি।

Layyan Food কেন একটি ভিন্নধর্মী online e commerce platform?
Layyan Food একটি ভিন্ন ধর্মী ই-কমার্স প্লাটফর্ম কারণ মিথ্যে কথা সাজিয়ে নিম্নমানের কোন পণ্য বাজারজাতকরণ আমাদের লক্ষ্য নয়।আমাদের লক্ষ্য বাজারের বাছাইকৃত এবং মান নিয়ন্ত্রিত গুনগত মানসম্পন্ন পণ্য সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দেয়া।

Layyan Food এ, কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পণ্য ক্রয় করার সুবিধা আছে ?
আপনি বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন। আরো আছে COD বা ক্যাশ অন ডেলিভারি সুবিধা।


ক্যাশ অন ডেলিভারি কি?
COD বা ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সরাসরি পণ্য ডেলিভারির সময় হাতে হাতে পেমেন্ট করার সুবিধা।

বিকাশ বা নগদে টাকা তুলতে আপনার যেই ফি লাগে, সেটা দিতে হবে কি?
বিকাশ বা নগদের খরচ আপনাকে দিতে হবে না।


Layyan Food কি হোম ডেলিভারির সুবিধা দিয়ে থাকে?
Layyan Food আপনাদেরকে দিচ্ছে হোম ডেলিভারি সুবিধা। বাংলাদেশের যেকোন স্থানে বসেই আপনি হোম ডেলিভারির সুবিধা উপভোগ করতে পারবেন।

Layyan Food কি ত্রুটিযুক্ত পণ্য ফেরত নিয়ে থাকে?
পন্য পরিবহন বা পণ্য উৎপাদনে ত্রুটিযুক্ত হলে পণ্যটি ফেরত নিয়ে থাকে। পণ্যটি আনবক্সিং করার সময় ভিডিও ধারন করতে হবে,কেননা (Layyan Food 3rd Party)কোম্পানীর পন্য বিক্রি করে থাকে। যদিও ত্রুটি যুক্ত পণ্যের সমাধান ওই সকল কোম্পানী দিয়ে থাকে। যেহুতু আপনি সপি মার্টের মাধ্যমে পন্য ক্রয় করেছেন, তাই এসকল সমস্যা সমাধানে সপি মার্ট তদারকি করে থাকে।

আমি নিতে আগ্রহী।কিভাবে পেতে পারি?
কি পণ্য নিবেন এবং কি পরিমাণ নিবেন সাথে সম্পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বারসহ আমাদের ওয়েব সাইটে অর্ডার করতে করতে হবে।

Layyan Food কত দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকে?
আমরা সাধারণত ঢাকার ভিতরে ১-৩ পূর্ণ কার্যদিবস এবং ঢাকার বাইরে হলে ১-৫ পূর্ণ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।

দেশের বিভিন্ন জায়গায় কিভাবে পেতে পারি?
কুরিয়ারের মাধ্যমে।

আমি কি দেশের বাইরে থেকে পণ্য অর্ডার করতে পারব?
হ্যাঁ, পারবেন। সেক্ষেত্রে ডেলিভারীর ঠিকানা অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে হতে হবে।